“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে একদিনের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ডাকবাংলা মিনি স্টেডিয়ামে মহাদেবপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
টুর্নামেন্টে অংশ নেয় উপজেলার ১০ ইউনিয়নের দল—মহাদেবপুর সদর, খেজুর, হাতুড়, চান্দাশ, চেরাগপুর, ভীমপুর, রাইগাঁ, উত্তরগ্রাম, সফাপুর ও এনায়েতপুর। এছাড়া থানা ছাত্রদল ও কৃষকদলের দুটি দলসহ মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রথম রাউন্ডে ৩০ মিনিট, এরপর ১৫ মিনিট ও ১০ মিনিটের ম্যাচে খেলা হয়। চূড়ান্ত খেলায় এনায়েতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে খেজুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এসময় দিনভর মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাটি বন্ধুত্বপূর্ণ হলেও প্রতিটি দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে অংশ নেয়।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবকদের বিপথগামী হওয়ার সুযোগ থাকে না। তরুণদের খেলায় আকৃষ্ট করতে এবং মাদক থেকে দূরে রাখতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তারুণ্যই একটি জাতির বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।”
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে দুটি বড় ছাগল ও ট্রফি পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া নারী ফুটবল খেলোয়াড় আইরিন খাতুন ও সুরমা জান্নাতকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রতিটি খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক