ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।
শনিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের রেন্ড্রি তলা মাদারীপুর পৌর কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে কিছু দল কখনো প্রেসিডেন্টকে সরানোর কথা বলে, কখনো সংবিধান বাতিলের কথা তোলে, আবার কখনো পিআর বাস্তবায়ন, স্থানীয় সরকার বা গণপরিষদের দাবি তোলে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পথেই যেতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে। কোন চাঁদাবাজ, ভূমি দখলকারী বা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, মাদারীপুর কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/নাজমুল