দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। ২ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করানো হলে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এবং তাকে আইসিইউতে নেওয়া হয়।
ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরি উপল জানান, “চিকিৎসকরা এখন মাকে পর্যবেক্ষণে রেখেছেন। ডায়ালিসিসের পর যেন অবস্থার অবনতি না হয়, সে জন্যই পর্যবেক্ষণে রাখা হচ্ছে। মা অল্প অল্প কথা বলতে পারছেন। অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত, তবে শঙ্কামুক্ত নন।”
ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি করা হয়েছে। ফুসফুস ও কিডনিসহ নানা সমস্যা রয়েছে। শরীর খুব দুর্বল, উঠে দাঁড়ানোর শক্তি নেই। হাঁটতেও পারেন না। সবাই দোয়া করবেন।”
হাসপাতাল সূত্র জানায়, ফরিদা পারভীনের ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা রয়েছে। সম্প্রতি বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়েছে।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে পা রাখেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠেন লালনগীতির জীবন্ত কিংবদন্তি।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        