ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ‘ঘৃণার বিষবাষ্প’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের পর ব্রিফিংয়ে এ কথা বলেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি সংঘবদ্ধ গোষ্ঠী সহনশীল, গণতান্ত্রিক, মুক্তমত প্রকাশের বিপরীতে গিয়ে ‘ঘৃণার বিষবাষ্প’ ছড়ানোর চেষ্টা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণের মধ্যদিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নামে বিভিন্ন গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নামে যে গ্রুপগুলো আছে সেগুলো বন্ধে তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এ গ্রুপগুলোকে অন্তত নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাখার আহ্বান জানিয়েছি।
বিডি প্রতিদিন/নাজমুল