ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের পাঁচ দিন পর মিলন হোসেম (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাকচুয়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন হোসেন ওই গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মিলন বাড়ি থেকে নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ২ সেপ্টেম্বর হরিণাকুন্ডু থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার দুপুরে বাকচুয়া গ্রামের কয়েকজন কৃষক হলুদক্ষেতে কাজ করার সময় দুর্গন্ধ টের পেয়ে খোঁজ করলে মিলনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল হাওলাদার বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম