বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীকে গলাকাটা অবস্থায় এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এসময় ঘর থেকে দম্পতির দুই কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। তাদের দুই মেয়ের বয়স যথাক্রমে ৫ বছর ও ১ বছর।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল