বরিশাল নগর উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে সভা করেছেন বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বগুড়া রোডের এমএ গফুর সড়কে একটি বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নগর উন্নয়ন ফোরামের উপদেষ্টা সালেহ এম শেলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক।
এসময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, প্রফেসর ডা. আমিনুল ইসলাম, ড. ননী গোপাল দাস, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, প্রফেসর শাহ সাজেদা ও নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু বক্তব্য দেন। সভায় বক্তারা নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে আগামীতে এগুলোর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন।
মতবিনিময় সভা শেষে নগরীর পলাশপুর এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক।
বিডি প্রতিদিন/নাজমুল