লালমনিরহাট-৩ আসনে জাসদের মনোনীত প্রার্থী আজমুল হক পাটোয়ারী নিজের প্রচারণার জন্য নিজেই রিকশায় বসে মাইকিং করে বেড়াচ্ছেন শহরের অলিগলিতে। জাসদের প্রার্থী আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রজীবন থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে জেলও খেটেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) হয়ে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখন প্রার্থী হয়েও নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে প্রচার করছেন আজমুল হক পাটোয়ারী।
আজমুল হক পাটোয়ারী বলেন, আমার যা বলার আছে, দরকার মনে করেছি, তা স্বকণ্ঠে রেকর্ড করে নির্বাচনি মাইকিংয়ে প্রতিদিন প্রচার করছি। মানুষজন আমার বক্তব্য শুনছেন। অনেকে আমার নির্বাচনি প্রচারের অটোরিকশার কাছে এসে আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে যান। আমার সঙ্গে কথা বলেন। এতে আমি সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে সাহস পাই।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাসদের এই প্রার্থী বলেন, আপাতত কেন্দ্র থেকে কিছু অর্থসহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে কিছু অনুদান পেয়েছি। একজন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ১০ হাজার ছোট পোস্টার দিয়েছেন। কয়েক হাজার বড় পোস্টারও পেয়েছি। ২৭ ডিসেম্বর থেকে স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য মাইকিং করছি। কয়েকটি অটোরিকশা ও রিকশায় আমার প্রচারণা চলছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আমি কাজ করছি।
বিডি প্রতিদিন/এএ