সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল-আমিন চৌধুরীর শেষ জনসভায় জনতার ঢল নেমেছিল। বৃহস্পতিবার বিকাল ৩টায় দিরাই উপজেলা সদরের বিএডিসি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় ভরে ওঠে দিরাই উপজেলা সদরের বড় মাঠ হিসেবে খ্যাত বিএডিসি মাঠ। উৎসবের আমেজ নিয়ে নেচে-গেয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে সভায় যোগ দেন নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথির বক্তৃতা দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
বিডি প্রতিদিন/এএ