৫ জানুয়ারি, ২০২৪ ১৫:৪৮

মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

মাগুরায় ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ সজিব শেখকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সজিব শেখ শহরের পুলিশ লাইন এলাকার মোসলেম শেখের ছেলে। আজ শুক্রবার জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার মোবাইল ফোন বিশ্লেষণ করে ও তার বর্ণনা মতে নির্বাচনের দিন কেন্দ্র ভিত্তিক নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়। 

তিনি আও বলেন, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে দু’টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। সজিব ও তার সহযোগী নেতাকর্মীরা এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। 

পুলিশ সুপার আরো জানান, নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরণের নাশকতা মোকাবিলায় জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী সক্ষম ও সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে ৫ হাজার ৬৮ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবে বলে তিনি জানান।
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর