কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার বাহিনীর প্রধান আবছারকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।
আজ মঙ্গলবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে আবছারকে আটক করা হয় বলে জানিয়েছেন ফাঁড়ির আই সি আলমগীর হোসেন শাহ।
আবছার দীর্ঘদিন ধরে দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় কিশোর গ্যাং-এর সাথে সম্পৃক্ত হয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান আই সি আলমগীর হোসেন।
আবছার কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচামিয়ার ঘেনার বাসিন্দা। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের করে তাকে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        