জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করেছে শ্রমিক দল। শনিবার বাদ আছর বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া আল মদিনা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় বক্তারা দলের আগামী যে কোন রাজনৈতিক কর্মসূচিতে মাঠে থাকার জন্য সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম