২৭ মে, ২০২৪ ১৭:৪৫

রিমালের প্রভাবে লক্ষ্মীপুরে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

লক্ষীপুর প্রতিনিধি:

রিমালের প্রভাবে লক্ষ্মীপুরে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে। রামগঞ্জে ঘরচাপা পড়ে ফারিয়া নামে ৭ বছরের শিশু কন্যা মারা গেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নানি। তবে নানির নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ সংসার আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি মো: সোলাইমান।

এদিকে জোয়ারের পানিতে জেলার কমলনগর নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার, এছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাটু পানিতে ভোগান্তির শিকার হন। 

তীব্র বাতাসে জেলার কমলনগরের মতির হাট,লুধুয়া,কাল কিনি,সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদ্রাসা) বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে, জেলার বিভিন্ন স্হানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে, এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এতে করে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ঘরচাপা পড়ে এক শিশু মারা গেছে। এছাড়া বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলায় ২৮৫টি ঘর বাড়ি বিধস্ত হয়েছে। সাড়ে তিন হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের শুকনো খাবার  বিতরণ কার্যক্রম চলছে। নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর