ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক প্রবীর কান্তি বালা পান্না, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সাংবাদিক বেলাল চৌধুরী, সেবানন্দ বিশ্বাস, জাকির হোসেন, হারুন আনসারী রুদ্র, নাজিম বকাউল, মাহাবুব হোসেন পিয়াল, সফিকুল ইসলাম মনি, সুজাউজ্জামান জুয়েল, তরিকুল ইসলাম হিমেল, শেখ সাইফুল ইসলাম, সুমন ইসলাম, সনজিব দাস, সিরাজুল ইসলাম, মনির হোসেন, খায়রুজ্জামান সোহাগ, বিভাষ দত্ত, জাহিদুর রহমান ইবু, বিকে সিকদার, হারুন অর রশিদ, নুর ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, আজিজুল হকসহ ফরিদপুর জেলায় কর্মরত সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এমআই