চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকা থেকে ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের দেলবার আকন্দের ছেলে নাসির ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আকসিন কোল্লাড়ী গ্রামের জাকির মিয়ার ছেলে সজিব মিয়া।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন