শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পার সভাপতিত্বে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সেকশন অফিসার প্রকৌ: মো: সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রভাষক মো: জাহিদুল ইসলাম, আইসিটি বিভাগের প্রভাষক সোহেল রানা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক বাইজীদ আহম্মেদ রনি এবং শিক্ষার্থীদের মধ্যে, আরফিন আল আমিন, তাহমিদুল ইসলাম, রাকিবুল কবির নিহাল।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ল্যাব এসিস্ট্যান্ট মো. জারাফাত ইসলাম।
সভা শেষে বুদ্ধিজীবী সহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপূর্বে ভোরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল