ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ধর্মঘটে উপজেলা প্রকল্প কর্মকর্তাদের হামলা ও দুজন শিক্ষককে মারধরের অভিযোগে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র উদ্যোগে আজ বুধবার দুপুরে শহরের শহিদ মিনারের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা। মানববন্ধনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষক আবুল আলা মোহাম্মদ মওদুল, মো. মানজু মিয়া সরকার, মামুন রশিদ ও তোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ