মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ স্বামী। তার নাম মবশ্বির আলী। তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন।
জানা গছে, স্বামী-স্ত্রী দু’জনই দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে ভুগছিলেন। স্বামী মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন।
শুক্রবার সকালে মবশ্বির আলীর স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় তার বাবার বাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজা শেষ করে বিকালে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারস্থ বাসায় চলে যান তিনি। সেখানে থাকা অবস্থায় শনিবার দুপুরে তিনি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের উভয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মবশ্বির আলী জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ জানান, মৃত্যুকালে মবশ্বির আলীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌধুরী বাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা।
বিডি প্রতিদিন/একেএ