পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা। শনিবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী বক্তব্য রাখেন উপজেলার দক্ষিন চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামান ও নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইউসুফ আলী সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বক্তরা বলেন, মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার বিষয় বলে উল্লেখ করেন তারা।
দশম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেছেন শিক্ষকরা।
বিডি প্রতিদিন/এএম