মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে পানিছত্র এলাকার জেলা লিগাল এইড অ্যাসোসিয়েশনের হল রুমে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে ১৭ জন নিহত ও ১০১ জন আহতের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। নিহত প্রতি পরিবারকে ২০ হাজার এবং আহতদের পরিবারদের ১০ হাজার করে টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাড. ফজলুল হক, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল