ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন।
এ সময় বক্তারা বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার নিজের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করিয়ে প্রাচীন এ প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। অভিযোগ করেছেন নেতারা।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন খাগড়াছড়ির আহ্বায়ক ও লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমার নেতৃত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব সুজন চাকমা, আনন্দ মোহন চাকমা, মেরিনা চাকমা, মোহাম্মদ বাবুল, সুনীল চাকমা, সব্যচন্দ্র চাকমা প্রমুখ।
মানববন্ধনকালে জেলার সকল ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/মুসা