দেশীয় সংস্কৃতির চর্চার আদলে যুবসমাজকে মাদক মুক্ত ও ফোন আসক্তি থেকে দূরে রাখতে নরসিংদী বেলাবোতে জহিরুল হক স্মৃতি ফুটবল টুনামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দক্ষিনধুরু উচ্চ বিদ্যালয় মাঠে হক ফাউন্ডেশনের উদ্যেগে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অংশ নেয় বেলাবো দক্ষিণধুরু স্পোর্ট ক্লাব ফুটবল একাদশ ও আজান ফুটবল একাদশ। খেলায় ২/১ গোলে বিজয়ী হয় আজান ফুটবল একাদশ। খেলাকে ঘিরে স্কুল মাঠে খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমি মানুষ। কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় মাঠ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহমিদ হক সাথী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান হাবীব বিল্পব, হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল হক ও মইমোনুল হক।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল আজান ফুটবল একাদশে এর হাতে ৫গ হাজার টাকা তুলে দেওয়া হয়। একই সাথে রানারআপ দলকে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ