বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কাছে জনগণের অনেক দাবি। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নিলেই প্রশংসিত হবেন। সংস্কার ইস্যুতে নির্বাচন ঝুলিয়ে রাখলে জনগণ সন্দেহের চোখে দেখবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীলমান্দী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাসিনা সরকার চেয়েছিল হত্যা-গুম করে রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে। বিগত ১৬ বছরের অত্যাচারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পাশাপাশি রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছিল। স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে বসে রয়েছে। তাদের সরানোর আগ পর্যন্ত দেশের পরিস্থিতি সুন্দর হবে না।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মামলা-হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। হত্যা-লুটপাটসহ সব কিছুর বিচার করতে হবে। গণহত্যাকারী দলের রাজনীতি করার কোনো অধিকার নাই। গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস সেটা প্রমাণ হয়েছে। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে স্বৈরাচারের দোসররা এগোতে পারবে না।
অনুষ্ঠানে শীলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শীলমান্দী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব বোরহান উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        