ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গোল চত্বর, বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়।
সেখান থেকে ফিরে গ্রিন রোডের মাথায় আয়োজিত এক পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ইই