বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আগস্ট বিপ্লবের পর তিন মাসের মধ্যে পতিত শেখ হাসিনা প্রতিবিপ্লবের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে।
রবিবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে। কিন্তু অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু স্থানে সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান ও প্রশাসনের মৌলিক সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।
তিনি বলেন, প্রশাসনের ভেতরে বিভিন্ন স্থানে এখনও ফ্যাসিবাদের দোসর আছে। আইন উপদেষ্টা ড. প্রফেসর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তা করা হয়েছে। সেখানে তার সিকিউরিটি কোথায়? সেই দেশে নিযুক্ত অ্যাম্বাসেডর কোথায়? বিদেশের মাটিতে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথেও দুর্ব্যবহার করা হয়। সেখানে যেসব অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, তাতে আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠেছে। এসব ঘটনার সঠিক তদন্ত করে দোষী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির এমরান হসাইন, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, মুন্সি মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম, মিয়া গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ইই