কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়ন-পাবনা শহর সড়কে ইজিবাইকের ভাড়া পাঁচ টাকা কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর চেয়ারম্যান মোড়ে মানববন্ধনের আয়োজন করে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চ ও কোমরপুর যুবসংঘ।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক, যুবদলের সাধারণ সম্পাদক হযরত আলী, কোমরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের উপদেষ্টা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে ছাত্র হোসাইন মুহাম্মদ সাদ্দাম প্রমুখ।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ