ফরিদপুরের চরাঞ্চলে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে কৃষকের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এফডিএর আয়োজনে ও সাউথইষ্ট ব্যাংকের সিএসআর ফান্ডের অর্থায়নে চরাঞ্চলের দরিদ্র আড়াই শতাধিক কৃষকদের প্রত্যককে ১৫ হাজার টাকা করে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
আজ শনিবার দুপুর ১টার দিকে শহরের টেপাখোলা এফডিএ এর কার্যালয়ে কৃষকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ মো. মুরাদ রহমান।
এফডিএ এর নির্বাহী পরিচালক আবু ছাহের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএর প্রতিষ্ঠাতা আজাহারুল ইসলাম, সাউথ ইস্ট ব্যাংকের অপারেশন ম্যানেজার মাফিজুল ইসলাম, এফডিএ এর পরিচালক আশিকুল ইসলাম পাভেল।
পরে চরাঞ্চলের প্রায় আড়াই শতাধিক কৃষকের মাঝে আর্থিক অনুদানের ৩২ লাখ ৪০ হাজার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ