কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধ এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে মাদরাসাা ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার কচাকাটা থানা পুলিশের আয়োজনে কেদার পূর্ব খামার দাখিল মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে সচেতনতামূলক আলোচনা হয়। বিট পুলিশিং কার্যক্রমে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম মাদরাসার প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।
তিনি বাল্যবিবাহ, ইভটিজিং,মাদকের কুফল ও সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের সরাসরি উপদেশ দেন। ওসি নাজমুল আলম বলেন, কিশোর-কিশোরীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং তাদের মধ্যে মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই আমার লক্ষ্য। বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তার এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।
বিডি প্রতিদিন/এএ