দালাল চক্রের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে বিআরটিএ অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, ‘দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রাহক হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও অফিস ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়গুলো তদন্ত করা হয়েছে।’
তিনি জানান, ‘চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম সম্পর্কে অবহিত করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন