জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের পক্ষ থেকে সারাদেশে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের।
কর্মসূচি হলো- মসজিদ-মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা।শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, আহতদের খোঁজখবর নেয়া ও সম্ভাব্য সহযোগিতা করা।
ফ্যাসিবাদী খুনীদের দ্রুত বিচার নিশ্চিত ও কাঙ্ক্ষিত সংস্কার পূর্বক দ্রুত জুলাই সনদ ঘোষণা ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সারাদেশে গণজমায়েত, আলোচনা সভা, গণসংযোগ ও মতবিনিময় ও মিছিলের আয়োজন করা। শিশু-কিশোর-ছাত্র সমাবেশ করা। ২৪'র জুলাই অভ্যুত্থান নিয়ে কুইজ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শণী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
১৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাৎ দিবসে দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠান। বৃক্ষ রোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি পালন করা। পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রকাশ ও দেয়াল লিখন করা। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন দিবসে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণসমাবেশ/আলোচনা সভা/র্যালীর আয়োজন করা।
আহমাদ আব্দুল কাদের বলেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব সহকারে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফলে ইতোমধ্যেই সারাদেশের সব জেলা- মহানগর শাখাকে সার্কুলারের মাধ্যমে নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি এসব কর্মসূচি ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে জাগ্রত রাখবে। ঐক্যবদ্ধভাবে এসব কর্মসূচি সফলে সবার প্রতি উদাত্ত আহবান জানাই।
এক প্রশ্নের উত্তরে আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব না। যেসব প্রস্তাবে ঐকমত্যে হবে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সেসব বিষয়ে জুলাই সনদ প্রণনয় করা হবে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন বন্টন করা না হয় তাহলে সংসদে উচ্চকক্ষ থাকার প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল