মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা কারাগারের উদ্যোগে কারাগার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী প্রমুখ। এ সময় সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে। খেলাগুলোতে অংশ নিচ্ছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা। এই আয়োজন বন্দিদের মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে আয়োজকরা আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএম