২১ মে, ২০১৯ ১২:৩৭

বিশ্বকাপের পর আফগানিস্তান ছাড়বেন সিমন্স

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পর আফগানিস্তান ছাড়বেন সিমন্স

ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপের পর আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন বলে নিশ্চিত করেছেন। এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) নিজের সিদ্ধান্ত জানিয়েছেন সিমন্স। বিশ্বকাপের পর্যন্ত এসিবির সঙ্গে চুক্তি তার।

এ ব্যাপারে সিমন্স বলেছেন, ‘আমি নিজের অবস্থান নিয়ে চিন্তা করেছি এবং এসিবিকে জানিয়েছি আমি আমার চুক্তি বাড়াবো না। ১৫ জুলাই পর্যন্ত তাদের সঙ্গে থাকব। এরপর নতুন কিছু করবো।’

সিমন্স বলেন, ‘আমি মূলত ১৮ মাসের জন্য দলটির সঙ্গে চুক্তি করেছি। এ সময়ে আমি যতটুকু করেছি তাতে সন্তুষ্ট। এখন সময়ে হয়েছে এগিয়ে যাওয়ার। ভিন্ন কিছু করার। এসিবির মূল লক্ষ্য ছিল বিশ্বকাপে যাওয়া। সেটা করতে পেরেছে। আমি যেভাবে দলটিকে পেয়েছি সেখান থেকে এগিয়ে নেওয়ার দরকার ছিল। আমি তা করতে পেরেছি। আমি চেষ্টা করেছি শূন্যস্থানগুলো ভরাট করার।’

বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে নাম লিখিয়েছে আফিগানিস্তান। দলকে সেরা মঞ্চে তুলতে বড় ভূমিকা রেখেছেন সিমন্স। আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে নিজের কাজে সন্তুষ্ট এ ক্যারিবীয়ান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর