১৭ জুন, ২০১৯ ০৯:২৯

'মাঠ যেমনই হোক ভালো বোলিং করতে চাই'

অনলাইন ডেস্ক

'মাঠ যেমনই হোক ভালো বোলিং করতে চাই'

বৃষ্টি বাধায় চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন কঠিন সমীকরণের মুখে। সাথে মাঝে দুই ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিং করতে সব সময় বাড়তি চাপের মধ্যে থাকতে হয় প্রতিপক্ষ দলের বোলারদের। তাই আজ মাঠে নামার আগে বোলিং আক্রমণকে ঢেলে সাজাচ্ছেন মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিং সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, ‘বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। ক্যারিবীয়রা এমনিতেই শট খেলতে খুব পছন্দ করে। তবে আমরা ইতিবাচকভাবেই শুরু করব। তাছাড়া শেষ কয়েকটি সিরিজে আমাদের বোলাররা খুবই ভালো করেছে। মাঠ যেমনই হোক আমার ভালো বোলিং করতে চাই।’ 

একাদশ নিয়েও পরিষ্কার কোনো ধারণা দেননি মাশরাফি। তিনি বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের সবার সিদ্ধান্ত। যদিও অধিনায়ক হিসেবে আমি টিম ম্যানেজমেন্টের অংশ। কিন্তু সবার সঙ্গে আলোচনা না করে কিছু বলা সম্ভব নয়।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর