গতকাল জীবনের ৭০ বছর পূর্ণ করেছেন দেশের কিংবদন্তি সংগীত তারকা সাবিনা ইয়াসমিন। ক্যান্সারের মতো মারণব্যাধি জয় করে তিন মাস আগে (৩১ মে) দেশে ফিরেছেন। তার আগে প্রায় তিন মাস সিঙ্গাপুরে হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। এ ফিরে আসায় হাসি ফুটেছে তাঁর পরিবার-পরিজন, ভক্ত-শুভানুধ্যায়ীদের মুখে। কথা ছিল এবারের জন্মদিন ঘটা করে পালন করবেন। সাবিনার হাতে গড়া সংগীতসংশ্লিষ্টদের সংগঠন ‘রেশ’ থেকেও নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের পর সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তাঁরা। তবে তিনি গানে ফিরবেন। যে গান দিয়ে কোটি বাঙালির মনে স্থায়ী আসন পেয়েছেন, ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কারে, সেই গান থেকে অনেক দিন দূরে আছেন সাবিনা ইয়াসমিন। এখন পুরোপুরি সুস্থ হওয়ায় গানে ফিরতে বাধা নেই। তিনি বলেন, ‘প্রতিটি শিল্পীই চান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গাইতে। আমিও ব্যতিক্রম নই। তবে আগে দেশটা স্বাভাবিক হোক, মানুষের মুখে হাসি ফিরুক। তখন আমি আবার সবাইকে গান শোনাব।’