আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাসের ‘লাভ ম্যারেজ’, ইমন ও বিদ্যা সিনহা মিমের ‘পদ্ম পাতার জল’ এছাড়া মাহিয়া মাহির ‘অগ্নি ২’ এই তিনটি চলচ্চিত্র। এরমধ্যে সর্বশেষ খবর অনুযায়ী ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘লাভ ম্যারেজ’।
‘লাভ ম্যারেজ’ ছবিতে শাকিব খানকে দেখা যাবে পুরান ঢাকার একজন ছেলে হিসেবে। সে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে চলাফেরা করে। কথা বলে ঢাকাইয়া ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের মিষ্টি এক লড়াই চলতে থাকে। ছবিটি প্রযোজনা করেছেন তাপশী ঠাকুর। এই ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৫/মাহবুব