বলিউডের সুপারস্টার সালমান খান প্রথম প্রেমিকার কাছে পাত্তা পাননি! সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সালমান জানান, ১৬ বছর বয়সে তিনি প্রথম প্রেমে পড়েন। ওই সময় যাঁকে তিনি পছন্দ করতেন, সেই বান্ধবী যেন পাত্তাই দিতেন না সালমানকে। এমনকি, সেই নাম না জানা কন্যার পোষ্যটিও সালমানকে একবার নাকি কামড়ে দিয়েছিল। আর তার বাড়ির লোকের কথা তো বাদ-ই দিন। তারাও নাকি সালমানকে পছন্দ করতেন না।
১৬ বছর বয়সের সেই বান্ধবী যে খুব সুন্দরি ছিলেন তা নয়। কিন্তু, অদ্ভূত একটা আকর্ষণ ছিল তার মধ্যে। এক ব্লগারের সঙ্গে কথা বলার সময় এমনই বেশ কিছু তথ্য দিয়েছেন বলিউডের ভাইজান। কিন্তু, সেই রহস্যময়ী কে, সে বিষয়ে খোলসা করেননি সালমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার