ছোট পর্দা, বড় পর্দা, উপস্থাপনা, র্যাম্প-হোক সেটা দেশে কিংবা বিদেশে সর্ব ক্ষেত্রেই পেয়েছেন সফলতার ছাপ। মিডিয়া পাড়ায় নির্দিষ্ট একটি পরিচিতি এবং সেই সঙ্গে নিজের দৃঢ় একটি অবস্থান ইতোমধ্যেই তৈরি করেছেন তিনি। বলছি, জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা।
এবার নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। সম্প্রতি আরএফএল ডায়মন্ড কালেকশন জগের সঙ্গে চুক্তিবদ্ধ হন পিয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে শুরু হয়েছে বিজ্ঞাপনটির ক্যামেরাবন্দীর কাজ।
বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, "অনেকদিন পর টিভিসি-এর শ্যুটিং করছি। আজ শুরু হয়েছে। আগামীকাল ক্যামেরা ক্লোজ হয়ে যাবে বিজ্ঞাপনটির চিত্রধারনের। জগের এই বিজ্ঞাপনে দর্শকরা ভিন্ন কনসেপ্টে পাবে আমাকে। আশা করি সবার ভালো লাগবে।"
মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ পিয়ার। ইতোমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি।
বিডি-প্রতিদিন/ ৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২
মার বস আমার বস একটু লুচূএকটু লুচূ