সুনীল গ্রোভারকে কি ফিরে পেতে চাইছেন কপিল শর্মা৷ সম্প্রতি এই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে৷সম্প্রতি কপিল শর্মার একটি ট্যুইট এমন কিছুরই ইঙ্গিত প্রকাশ করছে৷
'দ্য কপিল শর্মা শো' এই নামটা শুনলে এখন কপিলের থেকেও আগে মাথায় আসে সুনীল গ্রোভারের কথা। ভারতের অন্যতম হাই-রেটেড এই কমেডি-শো এখন ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। শো টির হোস্টের থেকেও বোধহয় সুনীল গ্রোভার অভিনীত ডক্টর গুলাটি-র চরিত্র দর্শকের কাছে বেশি আকর্ষণীয় ছিল।
কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটেছিলো যার জন্য বিতর্ক ঘিরে ধরেছিল 'দ্য কপিল শর্মা শো-কে৷ আর তার থেকেই যাবতীয় বিপত্তি৷ এমনকি জনপ্রিয় এই কমেডি শো-এর ওপরও প্রভাব পড়ে মারাত্মক৷
সুনীল সেই সময় ব্যাপারটা হজম করলেও তিনি যে বেজায় চোটে গিয়েছিলেন তা তিনি শো ছেড়ে দেওয়াতেই বোঝা যায়।কিন্তু সম্প্রতি কপিলের একটি ট্যুইট বুঝিয়ে দিয়েছে যে একসময় কপিল সত্যি ভুল করেছিলেন এবং তিনি চান সুনীল ফিরে আসুক শো তে। এখনও তাকে মিস করেন কপিল। এমনই কিন্তু তার সাম্প্রতিক ট্যুইট থেকে একেবারে স্পষ্ট বলাই যায়।
বিডি-প্রতিদিন/ ৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬