বলিউড অভিনেতা সালমান খানের ছোটবেলা কেটেছে খুবই সাধারণভাবে। সালমানের জন্য যখন প্রথম সাইকেল কেনা হয় তখন তার বাবা, বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান বেতন পেতেন মাত্র ১০০০ টাকা। আর সেই সময়েই ৩০০০ টাকা দিয়ে ছেলের জন্য সাইকেল কিনে দিয়েছিলেন সেলিম খান।
বিয়িং হিউম্যান ই-সাইকেল লঞ্চ অনুষ্ঠানে এসে এসব স্মৃতিচারণ করে অতীতে ফিরে গেলেন সালমান খান।
বিয়িং হিউম্যান ই-সাইকেল লঞ্চ উপলক্ষে সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে সেই সব স্মৃতি রোমন্থন করলেন সালমান। আর ই-সাইকেল প্রোমোট করতে সোহেল ও সালমান লঞ্চ অনুষ্ঠানে এলেন সাইকেলে চড়ে। দূরত্বও কম নয়। সেই বান্দ্রায় নিজেদের বাড়ি থেকে মেহবুব স্টুডিও পর্যন্ত।
খুব তাড়াতাড়ি মধ্যবিত্তের জন্য স্মার্টফোন লঞ্চ করতে চলেছেন তিনি। সংবাদসংস্থা আইএএনএস-এর খবর, ৮০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে অর্থাৎ মিডল লেভেল ক্যাটাগরির ফোনই লঞ্চ করার কথা ভাবছেন সালমান। তবে ঠিক কবে এই ফোন বাজারে আসবে সেটা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ