ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইগনেট সম্প্রতি 'বেহদ' ধারাবাহিকের সহ-অভিনেতাদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনের উদযাপনের একটা ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। পরে ওই পোস্টে ভক্তরা তাকে অভিনন্দন জানান।
এরপর জেনিফার উইগনেট ভক্তদের ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে আরেকটি পোস্ট দেন। ক্যাপশনে তিনি লিখেন, A BIG THANK YOU FOR A BIRTHDAY THAT’s TOTALLY TRENDING! Here’s how you could be my wingman and take this birthday beyond! #WingitWithWingetin. এই অবধি সব ঠিক ছিল কিন্তু এই ভিডিও লাইক করেন বিপাশা বসু। ভাবছেন তো বিপাশা এই ভিডিও 'লাইক' করেছে তো কী হয়েছে? আসলে জেনিফার হলেন‚ বিপাশার হাবি করণ সিং গ্রোভারের‚ প্রাক্তন স্ত্রী।
বিপাশা এবং জেনিফারকে কোনদিন একসঙ্গে দেখা যায়নি। বা দুইজনে কোনদিন একে অপরের সঙ্গে কথাও বলেননি। হয়তো জেনিফারের ভিডিওটা দেখে বিপাশার ভালো লাগে তাই উনি তা 'লাইক' করেন। কিন্তু দেখা গেল জেনিফারের ফ্যানেরা এটা মোটেই ভালোভাবে নেয়নি।
কিছুক্ষণের মধ্যেই জেনিফারের ভক্তরা বিপাশার নামে যা তা বলতে শুরু করে। বলাই বাহুল্য সেই সব কমেন্টে মোটেই ভালো লাগে নি বিপাশার। ফলে বিকাশা ভিডিওটা 'আনলাইক' করে দেন। অবশ্য সবাই যে বিপাশার বিরুদ্ধে বলেছে তা নয় কয়েকজন ওকে সমর্থনও করেছেন।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৭/আরাফাত