রেডিও সঞ্চালক হিসেবে প্রথম জীবনে বহু অভিনেতা অভিনেত্রীর সাক্ষাৎকার নিয়েছেন। একদিন নিজেই বলিউডের তারকা হয়ে গেলেন। বলছি সুনীল দত্তের কথা। ৮৯ তম জন্মদিন উপলক্ষে রইল তার জীবনের কিছু তথ্য-
১। ১৯২৮ সালের ৬ জুন জন্ম হয়েছিল ব্রিটিশ শাসনের অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে। তার জন্মগত নাম বলরাজ দত্ত।
২। শৈশবে পিতৃহারা হয়েছিলেন। দেশভাগের আগে ভয়াবহ দাঙ্গায় তাঁদের পরিবারকে রক্ষা করেছিলেন পিতৃবন্ধু ইয়াকুব। তখন সুনীল ১৮ বছর বয়সী তরুণ।
৩। দেশভাগের পরে সীমানা পেরিয়ে চলে আসেন ওয়াঘার এপারে। ছিলেন পাঞ্জাব ও পরে লখনৌয়ে।
৪। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম রেডিওস্টেশন রেডিও সিলন। সেখানেই হিন্দি শাখায় দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি।
৫। ১৯৫৫ সালে প্রথম ছবি‚ ‘রেলওয়ে প্ল্যাটফর্ম’। ১৯৫৭ সালে কালজয়ী ছবি ‘মাদার ইন্ডিয়া’। ছবিতে নার্গিসের বদমেজাজী ছোট ছেলের ভূমিকায় ছিলেন তিনি।
৬। পরের বছর বিয়ে করেন নার্গিসকে। শোনা যায় মাদার ইন্ডিয়ার সেটে তিনি অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিলেন নার্গিসকে। কম্বল জড়িয়ে বের করে এনেছিলেন নার্গিসকে। নিজেও আহত হয়েছিলেন।
৭। প্রতিদানে সুনীলের যক্ষ্মা আক্রান্ত ছোটবোনের সেবা করেছিলেন নার্গিস। বোনের ছোট্ট মেয়েকে নিজের কাছে এনে রেখেছিলেন দীর্ঘদিন।
৮। একদিন গাড়ি চালাতে চালাতে অনেক সাহস সঞ্চয় করে নার্গিসকে প্রোপোজ করেছিলেন সুনীল। কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে সম্মতি জানিয়েছিলেন নার্গিস।
৯। তাঁর এবং নার্গিসের‚ দুজনের জন্মই জুন মাসে। সুনীলের ১৯২৮ সালের ৬ জুন। নার্গিসের ঠিক এক বছর পরে‚ ১৯২৯-এর ১ জুন।
১০। পণপ্রথা ও যৌতুকের তীব্র বিরোধী ছিলেন তিনি। নার্গিসকে বলেছিলেন‚ এক কাপড়ে তাঁর কাছে স্ত্রী হয়ে আসতে হবে।
১১। ১৯৮৪ সালে যোগ দেন কংগ্রেসে। ছিলেন দীর্ঘদিনের সাংসদ। ২০০৪-২০০৫ সালে মনমোহন সিং সরকারে সুনীল যুব সম্পদ ও ক্রীড়া দফতরের মন্ত্রীও ছিলেন। ১৯৬৮ সালে সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল