টেলিভিশন আর চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী শম্পা হাসনাইন মাটির পিঞ্জিরাসহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’তে।
প্রয়োজনীয় শুটিং এবং ডাবিং শেষে চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। মামুনুর ইসলাম প্রযোজিত ও আম্মাজান ফিল্ম পরিবেশিত এই চলচ্চিত্রটি সহ প্রযোজনা করেছে ক্রোমোমিডিয়া।
আম্মাজান ফিল্ম এর কর্ণধার প্রযোজক মামুনুর ইসলাম বলেন,‘ শম্পা চলচ্চিত্রটিতে গোয়েন্দা হিসেবে দারুণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকের মনে দাগ কাটবে বলে আশা করা যায়। ’
গোয়েন্দাগিরি হচ্ছে শখের গোয়েন্দাদের কাহিনী। একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে, তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড। যাই হোক তাদের এবারের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পড়ে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে, তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম আরও কত কি!
এ প্রসঙ্গে শম্পা বলেন, ‘চলচ্চিত্রটি শিশু-কিশোরদের জন্য একটি অসাধারণ নির্মাণ। এটি এমন একটি চলচ্চিত্র যেটি কিনা বড়দেরকেও শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।’
সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী আরও বলেন ‘চলচ্চিত্রটিতে হরর ও সায়েন্স ফিকশনের উপাদানও রয়েছে। তাই ডিটেকটিভ থ্রিলারধর্মী এই চলচ্চিত্রটি তরুণ প্রজন্মকে বেশ আকৃষ্ট করবে।'
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব