ভারতের পশ্চিম বাংলার ছোটপর্দার সুপারস্টার 'ভুতু' আসতে চলেছে বড় পর্দায়। টিভির পর্দায় ছোট্ট ভুতের হাজারো কান্ড দেখে তাকে ভালোবেসে ফেলেছিল আট থেকে আশি সকলেই। পর্দায় তার অনুপস্থিতি বেশ বেদনাদায়ক ছিল দর্শকদের কাছে। তাই ছোটপর্দার রিয়েলিটি শো-তে ফিরেও এসেছে সে। তবে এবার আর ছোটপর্দা নয়, এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছে আরশিয়া।
সংবাদ প্রতিদিনের সূত্রে জানা যায়, দেবের প্রযোজনায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘ককপিট’-এ অভিনয় করছে আরশিয়া মানে ভুতু। ছবির গল্প এক বিমানযাত্রার, যেখানে পাইলটের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে ও বিমানসেবিকার চরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন কোয়েল মল্লিক। কিন্তু ঐ বিমানে তাঁদের সঙ্গে থাকবে আরশিয়া। বাবা (অনিন্দ্য)ও মা (সায়নী ঘোষ)-এর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় কেউ একে অপরের মুখ দেখতে চাননা, তাই বাবার কাছে পাঠানোর জন্য মেয়েকে একাই বিমানে তুলে দেন মা। সেই বিমানযাত্রায় কি ঘটে তা নিয়েই ছবির চিত্রনাট্য। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। আপাতত জমিয়ে চলছে শ্যুটিং।
বিডি প্রতিদিন/এ মজুমদার