ভারতীয় সিরিয়ালকে ‘বিরক্তিকর’ মন্তব্য করে পাকিস্তানি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা পরেশ রাওয়াল!
বর্ষীয়ান ভারতীয় এ অভিনেতা পিটিআইকে জানান, আমি পাকিস্তানি ছবি কিংবা শো-তে কাজ করতে চাই। প্রতিটা পাকিস্তানি টিভি সিরিয়ালই আমার দারুণ লাগে। ‘হামসফর’-এর মতো সিরিয়ালের গল্প, অভিনয় সত্যিই খুব ভাল। সেই তুলনায় আমার মনে হয়, আমাদের শো-গুলো বিরক্তিকর।
ভারত-পাক সম্পর্কের যা অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে পরেশের এই বক্তব্য থেকে বিতর্ক তৈরি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি এদিন পাকিস্তানি খেলোয়াড় ও শিল্পীদের পাশে দাঁড়িয়ে বলেছেন, আমি বিশ্বাস করি, শিল্পী বা ক্রিকেটাররা বোমা মারতে আসেন না। তারা সন্ত্রাসবাদী নন। বরং দু-দেশের মধ্যে সেতু নির্মাণে তারা কাজে আসতে পারেন।
পাক শিল্পীদের ‘নিষিদ্ধ’ করার বিরুদ্ধে পরেশের বক্তব্য, 'যেহেতু পরিস্থিতি ভাল নয়, তাই এখন এই সব সমস্যা নিয়ে কথা বলে লাভ নেই। আপাতত নিজের দেশের পক্ষে থাকাই ভাল।'
এর আগেও বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৬৭ বছরের পরেশ। সূত্র : এবেলা।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম