দ্য কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব অ্যামেরিকা অ্যাওয়ার্ড ২০১৭-এর অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পরনে ছিল কালো লো নেক গাউন, একই রঙের জুতো। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু সবার যেন নজরে ছিল প্রিয়াঙ্কার দিকে।
প্রিয়াঙ্কা চোপড়ার কালো পোশাক পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। লাইক এবং কমেন্টের বন্যা বইছে ছবিগুলোর পোস্টে। দেশ-বিদেশের ভক্তরা দেখতে শুরু করেছেন কালো পোশাকের হট প্রিয়াঙ্কাকে।
আর প্রিয়াঙ্কার কালো পোশাক নজড় কেড়েছে ডিজাইনার মাইকেল করসেরও। ফেসবুক লাইভে তিনি বললেন, 'প্রিয়াঙ্কার এই গাউন দুঃসাহসিক আর বেশ আবেদনময়।'
প্রিয়াঙ্কা যদিও এব্যাপারে এখনো মুখ খুলেন নি, পুরো ব্যাপারটাই ছেড়ে দিয়েছেন মাইকেলের উপর। অনেকে এই পোশাক দেখার পর বলছেন, অভিনয় নয়, ফ্যাশনেও মেতে উঠেছেন প্রিয়াঙ্কা।
আমেরিকান ফ্যাশন ইন্ডাস্ট্রির নামীদামি ফ্যাশন ডিজাইনারদের সম্মাননা জানাতেই আয়োজন করা হয়ে থাকে এই অ্যাওয়ার্ডের। এবছর এই সেরেমনিতে প্রেজেন্টার হিসাবে দেখা গেল নিকোল কিডম্যান, কেরি ওয়াশিংটন-সহ আরও অনেক তারকাকে। নিউইয়র্ক সিটির হ্যামারস্টেন বলরুমে বসেছিল এই তারকার হাট।
সূত্র: ডেকান ক্রনিকলস
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান