একটু ফ্ল্যাশব্যাকে গেলেই মনে পড়বে ‘কোই মিল গ্যায়া’ ছবির রোহিত শর্মার কথা। যে কিনা অঙ্কের কিছু জানতো না, কিন্তু হঠাৎ তার জীবনে পরিবর্তন আসে। ‘জাদু’র আবির্ভাবে বদলে যায় তার জীবন। উঁচু ক্লাসের কঠিন অঙ্কগুলো কোথায় যেন একটু বেশিই সহজ হয়ে যায় তার কাছে।
তবে এবার তার জীবনে কোন জাদু থাকছেনা। তিনি মানে হৃত্বিক নিজেই ম্যাথেমেটিসিয়ান (গণিতবিদ) হবেন বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগে সঞ্জয় গুপ্তার কাবিল রিলিজ হয়েছিল। তবে বক্স অফিসে রইসের সঙ্গে টেক্কা দিয়ে মোটামুটি সাফল্য পেয়েছে কাবিল।
আর তার পরেই শোনা যাচ্ছে ঋত্বিক কামব্যাক করছেন, তাও একেবারে ম্যাথামেটিসিয়ান হিসেবে, বিকাশ বেহলের পরবর্তী ছবিতে। তবে আপাতত ছুটির মুডেই রয়েছেন এই তারকা। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নয়া অবতারে দেখা যাবে রোহিত থুড়ি হৃত্বিককে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান