আমির খানের দঙ্গল বদলে দিয়েছে তাঁর জীবন। রাতারাতি স্টার হয়ে উঠেছেন বড়পর্দার গীতা ফোগাত অর্থাৎ ফাতিমা সানা শেখ। বলিউডের এখন অন্যতম চর্চিত নাম। বেশকিছুদিন ধরেই বিনোদন দুনিয়ার খবরের শিরোনামে উঠে আসছে তাঁর নাম।
কখনও চীনে ‘দঙ্গল’-র সাফল্যের সূত্রে, কখনও আবার তাঁর পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’এর জন্য তিনি রয়েছেন চর্চায়।এবার ইনস্টাগ্রামে তাঁর দুটি ছবি তাঁকে সোশ্যাল সাইটে করে তুলেছে ভাইরাল।
২৫ বছরের এই অভিনেত্রী সম্প্রতি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’-এর শুটিংয়ে। আমির খানের পাশাপাশি এই ছবিতে তিনি অভিনয় করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে। মাল্টায় জমিয়ে চলছে শুটিং পর্ব। সময়টা বেশ ভালই যাচ্ছে ফাতিমার। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিচ ফটোশুটের দুটি ছবি আপলোড করেন ফাতিমা।
এক ঘন্টায় সেই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় ১৭,০০০। মুহূর্তে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে পড়ে ছবি দুটি। সমুদ্র সৈকতে কালো সুইমস্যুটে একটি চেয়ারে ফাতিমার ফটোশুট সত্যিই কাবিল-এ-তারিফ। ফাতিমার সেই সম্মোহন এড়ানো সত্যিই দায়।
সূত্র: ডিএনএ
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান