চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রিভিউ কমিটির অন্যতম সদস্য মুশফিকুর রহমান গুলজারকে অব্যাহতি দেয়ার দাবি তুলেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার বিকেলে নিজেদের ভেডিরফায়েড পেজে দেয়া একটি পোস্টে এ দাবি জানায় তারা। নিচে পোস্টটি হুবুহু তুলে ধরা হলো :
'বস ২' সিনেমা প্রিভিউ কমিটি দেখে বলেছে, বাংলাদেশ থেকে তেমন কোন আর্টিস্ট নেওয়া হয় নাই। শুধু নুসরাত ফারিয়া ও আমিত হাসান ছিল। প্রিভিউ কমিটিতে মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন থাকে আর চলচ্চিত্র থেকে পরিচালক গুলজার সাহেব ও প্রযোজক দিলু ভাই থাকেন।
'বস ২'তে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, অমিত হাসান, নাদের চৌধুরী, সুষমা সরকার, আমিন সরকার, সীমান্ত, সাহেদ আলী, দেলোয়ার, ফারুক, রাজা, কাদের, নেপালি, তাসনিয়া, জেবা, সাজিদ, জয়।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে। কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা! তাহলে উনি কি চিনেও না চেনার ভান করেছে, জাজের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে। তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন। সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উনাকে প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়া।
আবার যদি উনি সত্যি না চিনে থাকেন, তাহলে তো উনি অযোগ্য এই পদে, সেই ক্ষেত্রেও উনাকে এই পদ থেকে সরিয়ে দেয়া উচিত।
মূল কথা, 'বস ২' যথাযথ নিয়ম মেনেই যৌথ প্রযোজনা হয়েছে। কিন্তু শুধু গুলজার সাহেবের অযোগ্যতা অথবা নিরেপক্ষহীনতার কারণেই এই চলমান সমস্যা তৈরি হয়েছে।
'নবাব' সিনেমার ক্ষেত্রেও গুলজার সাহেব একই ঘটনা ঘটাবে। তাই সরকারের কাছে আবেদন, গুলজার সাহেবকে প্রিভিউ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হোক। সবারই মনে রাখা উচিত, হল বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে। গত ঈদ এ 'শিকারি' এবং 'বাদশা' যেমন অনেক হল বন্ধ হওয়া থেকে রক্ষা করেছে তেমনি 'নবাব' ও 'বস ২' এই ঈদে মুক্তি না পেলে অনেক হল বন্ধ হয়ে যাবে।
শুধু নেতাগিরি করার জন্য দয়া করে হল বন্ধ করবেন না, হল বন্ধ হলে কিন্তু নেতাগিরি করার জায়গা থাকবে না। হল বাঁচাই, চলচ্চিত্র বাঁচাই। জয় হোক বাংলা চলচ্চিত্রের।
বিডি প্রতিদিন/৮ জুন, ২০১৭/ফারজানা