সাইকেলের তুলনায় মোটরসাইকেল বেশি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় নতুন প্রজন্মকে সতর্ক করতে বাইক নয়, সাইকেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান।
নতুন প্রজন্মের বেপরোয়া গাড়ি চালানো দেখে তিনি নাকি বিব্রত। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, এটাই তার দুশ্চিন্তা। তাই সবাইকে সতর্ক করছেন তিনি।
অথচ বলিউডের ভাইজান সালমান খান নিজেই অভিযুক্ত হিট অ্যান্ড রান মামলায়। তার এই সতর্কবাণী নিয়েই স্যোশাল সাইটে শুরু হয়েছে ট্রোল।
কিছুদিন আগেই সালমান খান তার চ্যারিটি বিং হিউমান এর পক্ষ থেকে লঞ্চ করেন নতুন ই-সাইকেল। আর সেই লঞ্চিং অনুষ্ঠানে এসে পথ নিরাপত্তা নিয়ে মুখ খুললেন সালমান খান। ফিল্মসিটিতে শুটিং চলাকালীন তিনি লক্ষ করেছেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে গাড়ি চালান তা সত্যিই দুশ্চিন্তাজনক। আর এভাবেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সালমানের কি তাহলে বোধদয় হল? সে কথাই ভাবছে তার ফ্যান-সহ বলিপাড়ার প্রত্যেকেই। যে সতর্কতার কথা তিনি বলছেন তা যদি নিজে প্রথম থেকে বুঝতেন, তা হলে আর এতো ঝক্কি থাকতো না তার জীবনে।
২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তার গাড়িতে চাপা পড়ে মৃত্যুও হয় একজনের, এই অভিযোগে রীতিমতো জেরবার হয়ে যায় তার জীবন। এবার তার মুখেই এই সতর্কবাণী শুনে রীতিমতো চমকে গেছে সবাই। স্যোশাল সাইটে তার এই সতর্কবাণী নিয়ে শুরু হয়েছে ট্রোল। আপাতত নিজের আগামী ছবি 'টিউবলাইট' এর প্রচারে ব্যস্ত তিনি। যা মুক্তি পেতে চলেছে এই ঈদে। পাশাপাশি চলছে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার আগামি ছবি 'টাইগার জিন্দা হ্যায়'র শুটিং।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/এনায়েত করিম