অনেকদিন বিরতির পর ফের বিতর্কে জড়ালেন কিম কারদেশিয়ান। জিকিউ ম্যাগাজিনের এই প্রচ্ছদকন্যা কিম এক সময় জানিয়েছিলেন তার অ্যালকহলের টেস্ট ভালো লাগেনা। কিন্তু সেই কিমকেই বিকিনি পরে হাতে মদের বোতল হাতে দেখা গেল।
বাহামাসে যখন স্বামী কানে ওয়েস্টের সঙ্গে সময় কাটাচ্চিল দুজনে ঠিক তখনই এমন একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন কিম। আর তার জেরেই ট্রোল শুরু হয় কিমকে নিয়ে।
অনেকদিন ধরেই খবরে ছিলেননা কিম। একসময় টপলেসে এমিলিকে নিয়ে সেলফি পোস্ট করেও শিরোনামে এসেছিলেন কিম। তারপর থেকে আর দেখা নেই তার। তবে এবার একেবারে টাকিলা শট হাতেই বিতর্কে জড়ালেন অভিনেত্রী কিম কারদেশিয়ান।
বিডি-প্রতিদিন/ ৯ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪